এমএলএ হস্টেল কান্ডে বিজেপি বিধায়কের তলব

राजनीति समाचार

এমএলএ হস্টেল কান্ডে বিজেপি বিধায়কের তলব
MLA Hostel ControversyBJP MLASukanta Majumder
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 58 sec. here
  • 8 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 47%
  • Publisher: 63%

কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দেকে এবার তলব করেছে পুলিস। ৩ দিনের মধ্যে তাকে শেক্সপিয়র সরণী থানায় আসতে বলা হয়েছে। এমএলএ হস্টেল থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিস।

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'আমি আজকে সকালবেলায় বিধায়কের সঙ্গে কথা বলেছি। তিনিই FIR করবেন যে, আমি এই ধরনের কোনও রুম বুক করিনি। ষড়যন্ত্র তো অবশ্য়ই'।এমএলএ হস্টেলকাণ্ডে (MLA Hostel Controversy) নজরে বিজেপি বিধায়ক ( BJP MLA )! কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিলরঞ্জন দে-কে এবার তলব করল পুলিস। ৩ দিনের মধ্যে তাঁকে আসতে বলা হল শেক্সপিয়র সরণী থানায়। 'ষড়যন্ত্র তো অবশ্য়ই', বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(BJP President Sukanta Majumder )।সুকান্ত বলেন, 'আমি আজকে সকালবেলায় বিধায়কের সঙ্গে

কথা বলেছি। তিনিই FIR করবেন যে, আমি এই ধরনের কোনও রুম বুক করিনি। ষড়যন্ত্র তো অবশ্য়ই। বিধায়ক আমাকে যেটা জানালেন, সুপারের তিনি যখন কথা বলেছেন, সুপার ওই ব্য়ক্তির ছবি দেখে বলেছেন, এই ব্যক্তিকে তো চেনা চেনা লাগছে। তার মানে যে ব্যক্তি ধরা পড়েছে, সেই ব্যক্তি বহুবার বা বহুদিন এমএলএ হস্টেলে থেকেছেন। তিনি শুধুমাত্র আমাদের বিধায়কের সই জাল করে থেকেছেন, শুধু এটাই নয়, হয়তো তৃণমূল কংগ্রেসের কোনও বিধায়কের সই নিয়ে এর আগেও'। ঘটনার সূত্রপাত বুধবার। অভিযোগ, কালনা পুরসভার চেয়ারম্যানের কাছে একটি ফোন যায়। বলা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিস থেকে ফোন করা হচ্ছে। কেন? চেয়ারম্যানের দাবি, ফোনে বলা হয়, তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। যদি ৫ লক্ষ টাকা দেন, তাহলে সেই অভিযোগের ভিত্তিতে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। এমনকী, পুরসভার চেয়ারম্যানকে ডেকে পাঠানো হয় কলকাতা কিড স্ট্রিটে এমএলএ হস্টেলেও! সন্দেহ হওয়ায় শেক্সপিয়র সরণি থানার অভিযোগ দায়ের করেন। সিসিটিভি ফুটেজ ও ফোনের সূত্র ধরে এমএলএ হস্টেল থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিস। পুলিস সূত্রে দাবি, এমএলএ হস্টেলে যে ঘরে ছিলেন অভিযুক্তরা, সেই ঘরটি শেখ ইমরানের নামে রুম বুক করেছিলেন কোচবিহার দক্ষিণে বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে। এরপর গতকাল, শুক্রবার রাতেই ইমেলে বিধায়ককে নোটিশ পাঠানো হয়

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

MLA Hostel Controversy BJP MLA Sukanta Majumder Nihilranjan Dey Abhishek Banerjee Corruption

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

বিধায়কের মায়ের হার ছিনতাই, বাটার মোড়ে নিরাপত্তা?বিধায়কের মায়ের হার ছিনতাই, বাটার মোড়ে নিরাপত্তা?বনগাঁর বাটার মোড় এলাকায় বিধায়কের মায়ের হার ছিনতাই হয়ে গেলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
और पढो »

শওকতের বিরুদ্ধে সুকান্তের জঙ্গি-যোগের অভিযোগশওকতের বিরুদ্ধে সুকান্তের জঙ্গি-যোগের অভিযোগবিজেপি রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে পাল্টা জঙ্গি যোগের অভিযোগ করলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। সুকান্তের দাবি, বাংলাদেশের একটি নির্দিষ্ট জঙ্গি গোষ্ঠীর সঙ্গে আছে বিধায়ক শওকত মোল্লা।
और पढो »

নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুন, বিজেপি অভিযোগনন্দীগ্রামে তৃণমূল কর্মী খুন, বিজেপি অভিযোগনন্দীগ্রামে এক তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় উত্তেজনা। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা মহাদেবকে অপহরণ করে খুন করেছে।
और पढो »

সংসদে আম্বেদকর ইস্যুতে সংঘর্ষসংসদে আম্বেদকর ইস্যুতে সংঘর্ষরাহুল গান্ধীর ধাক্কায় বিজেপি সাংসদ আহত হয়েছেন। মঙ্গলবার রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর নিয়ে বিতর্কের শেষে জবাবি বক্তৃতায় অমিত শাহের আম্বেডকর-মন্তব্যে বিরোধী দলের প্রতিবাদ সরকারের সাথে সংঘর্ষে পরিণত হয়।
और पढो »

বিজেপি সদস্য সংগ্রহে হিমশিমবিজেপি সদস্য সংগ্রহে হিমশিমবঙ্গ বিজেপির সদস্য সংগ্রহে হিমশিম। সদস্য সংখ্যা সন্তোষজনক নয়। কেন্দ্রের নেতারা দুশ্চিন্তায়।
और पढो »

Bangladesh| BJP: বাংলাদেশ থেকে পুণ্যার্থী বোঝাই ট্রেন মেদিনীপুরে আসতে দেব না, শাহকে চিঠি বিজেপি নেতারBangladesh| BJP: বাংলাদেশ থেকে পুণ্যার্থী বোঝাই ট্রেন মেদিনীপুরে আসতে দেব না, শাহকে চিঠি বিজেপি নেতারDont let Bangladeshi train come with pilgrims in Midnapur BJP leader writes Amit Shah
और पढो »



Render Time: 2025-02-15 14:54:43